শোক মিছিল স্থগিত করলো আওয়ামী লীগ

সারাদেশে কারফিউয়ের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের আজ সোমবারের (৫ আগস্ট) ‘শোক মিছিল’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধুর জৈষ্ঠপুত্র শেখ কামালের জন্মবার্ষিকীর অনুষ্ঠানও স্থগিত করা হয়।

রোববার (৪ আগস্ট) রাতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এই শোক মিছিল হওয়ার কথা থাকলেও, ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা ও মহানগরের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে জমায়েত এবং সোমবার শোক মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ।

এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে শনিবারের (৩ আগস্ট) শোকমিছিল স্থগিত করে আওয়ামী লীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *