কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে শতভাগ স্কলারশিপ পাচ্ছেন

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি। ”ম্যাককল ম্যাকবেইন” স্কলারশিপ এর আওতায় নির্বাচিত ১০ জন শিক্ষার্থী অর্থাৎ স্কলারকে এই স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় ২১ আগস্ট ২০২৪।

কানাডার গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় হলো ম্যাকগিল বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি ১৮২১ সালে প্রতিষ্ঠিত হয়। ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিয়াল শহরে অবস্থিত। কানাডার মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ২য়। ১৫০টিরও বেশি দেশ থেকে প্রতি বছর হাজারো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষা গ্রহণ করে থাকে। বিশ্ববিদ্যালয়টিতে ৪০০টির বেশি প্রোগ্রাম রয়েছে।

সুযোগ-সুবিধাঃ

  • সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
  • জীবনযাত্রার ব্যয়ের সম্পূর্ণ খরচ প্রদান করবে।
  • মন্ট্রিয়ালে যাওয়ার জন্য এককালীন স্থানান্তর অনুদান প্রদান করবে।
  • আবাসন এবং মাসিক ভাতা প্রদান করবে।
  • শিক্ষার্থী বা গবেষক তাদের নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞ পেশাদারদের কাছ থেকে পৃথক মেন্টরশিপ পাবেন, যা তাদের একাডেমিক ও ক্যারিয়ার গঠনের পাশাপাশি প্রয়োজনীয় নেতৃত্বের দক্ষতা বিকাশে সহায়তা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *